মেহেরপুরে বিএনপি-জামায়াতের ৮৫ নেতাকর্মী জেলহাজতে

মেহেরপুর জেলা জামায়াতের রাজনৈতিকবিষয়ক সম্পাদক ও মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হোসেনসহ বিএনপি-জামায়াতের ৮৫ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা জামিনের জন্য হাজির হলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় সদর উপজেলার রাজনগরে সড়কের গাছ কেটে ও আগুন জ্বালিয়ে অবরোধ করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। ওই ঘটনায় সদর থানায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর নামে একটি মামলা করে পুলিশ। মামলাটি জ্যেষ্ঠ বিচারিক আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর হয়। ওই মামলায় জামিনের জন্য আজ দুপুরে ৮৫ জন আসামি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক শামীম মুসা জানান, আদালতের নির্দেশে ৮৫ আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।