কলারোয়ায় ভারতীয় শাড়ি আটক

সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়া সীমান্ত থেকে আটক বিপুলসংখ্যক শাড়ি। আজ বৃহস্পতিবার বিজিবির ৩৮ ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে তোলা ছবি। এনটিভি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া সীমান্তে বিপুলসংখ্যক ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি )। বিজিবির ৩৮ ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সদস্যরা আজ বৃহস্পতিবার ভোরে শাড়িগুলো আটক করে।
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের হাবিলদার বেলাল বলেন, ‘লাঙ্গলঝাড়া সড়কের ওপর পাচারকারীরা বিপুলসংখ্যক শাড়ি জড়ো করে রেখেছে-এই খবরের ভিত্তিতেই আমরা অভিযান চালাই। শাড়িগুলো উদ্ধার করতে পারলেও চোরাচালানিদের আটক করা সম্ভব হয়নি।’ আটক শাড়িগুলোর দাম ১২ লাখ টাকা বলে জানান তিনি। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে ।