সংবিধান রক্ষায় সতর্ক থাকার আহ্বান ড. কামালের

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘সংবিধানের অপব্যাখ্যা দিয়ে সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করতে পারে, জনগণের ক্ষমতা খর্ব করতে পারে।’ তাই সংবিধান রক্ষায় সবাইকে সংঘবদ্ধভাবে সতর্ক থাকার আহবান জানান তিনি।
আজ শুক্রবার মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে আয়োজিত গণফোরামের বিশেষ কাউন্সিলে এসব কথা বলেন ড. কামাল হোসেন।
ড. কামাল হোসেন বলেন, ‘যেনতেন ভাবে ব্যাখ্যা-অপব্যাখ্যা করে সরকার তাদের ক্ষমতা বৃদ্ধি, অন্যদের ক্ষমতাকে খর্ব যেন না করতে পারে। ক্ষমতার সীমারেখাগুলো সব সংবিধানে লেখা আছে। সরকার অপপ্রয়োগ করলে সঙ্গে সঙ্গে সংগঠিত হয়ে বলতে হবে থামেন।’
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, ‘সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে জনগণ দেশের মালিক। আর নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে গঠিত সরকার জনগণের সেবক। সরকার, প্রশাসন, পুলিশের দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা সংবিধানে লেখা আছে। এর কোন ব্যত্যয় হচ্ছে কিনা সে ব্যাপারে দেশের মালিক হিসেবে জনগণকে সতর্ক নজরদারি করতে হবে। এ কাজে প্রয়োজনে ঝুঁকি নিতে হবে।’
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করে বিচারপতিরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেন তিনি।