স্পিকারকে চিঠি দিইনি : ফখরুল
শপথ নেওয়ার ব্যাপারে জাতীয় সংসদের স্পিকারকে কোনো চিঠি দেননি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি নেতা বলেন, ‘স্পিকারের কাছে কোনো সময় চাইনি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছু কিছু পত্রিকা লিখেছে, আমি শপথের জন্য সময় চেয়েছি। একটি পত্রিকা লিখেছে, আমি আজ শপথ গ্রহণ করব।’ তিনি বলেন, ‘এটা সাংবাদিকতার এথিক্সের মধ্যে পড়ে না।’
আজ জাতীয় প্রেসক্লাবে আওয়াজ নামের একটি সংগঠনের আয়োজনে ‘উন্নয়নের মৃত্যুকূপে জনজীবন/ নুসরাত একটি প্রতিবাদ’ শীর্ষক এক আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা যে শপথ নিয়েছি, এর জন্য অনেকে অনেক মন্তব্য করেছেন। কিন্তু সময়ই প্রমাণ করবে, শপথ নেওয়াটা সঠিক সিদ্ধান্ত কি না। আগে আমরা শপথ নিইনি, তার মানে এখন নেবো না, তা তো হতে পারে না। আজকে যে শপথ নিয়েছি, সেটা ভয়াবহ দানবকে পরাজিত করার জন্যই নিয়েছি।’
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘সবাই শপথ নিয়েছে, কিন্তু আমি শপথ নিইনি। এটা আমাদের দলের সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তের বাইরে কিছু হয়নি।’
সরকারের সঙ্গে কোনো সমঝোতা করিনি দাবি করে মির্জা ফখরুল আরো বলেন, ‘খালেদা জিয়া সমঝোতা করলে অনেক আগেই তিনি এ দেশের প্রধানমন্ত্রী থাকতেন। আমরা কোনো বিদেশির পরামর্শে কিছু করিনি। আমরা চলমান রাজনীতি দেখছি। এগুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিয়েছি।’