চট্টগ্রামে সাইবার সিটি গড়ে তুলবে সরকার

চট্টগ্রামের বাকলিয়ায় ৯৮ একর জায়গার ওপর সাইবার সিটি এবং রাউজানের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় ৩০০ একর জায়গায় একটি হাইটেক পার্ক গড়ে তুলবে সরকার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বৃহস্পতিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।
সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধনের পর জুনাইদ আহমেদ পলক বলেন, একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক ও সাইবার সিটির গড়ে তোলার মাধ্যমে বাকলিয়াকে তথ্যপ্রযুক্তিশিল্পের হাব হিসেবে গড়ে তোলা হবে। দুটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এরই মধ্যে শুরু হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, আগামী চার বছরে দেশে নতুন করে তথ্য ও প্রযুক্তি খাতে এক কোটি কর্মসংস্থান তৈরি করা হবে এবং এ খাত থেকে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এক শতাংশ যোগ করা হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য ওয়াসিকা খানম, ডাক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মহাপরিচালক কবির বিন আনোয়ার ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ১২০টি স্টল রয়েছে। সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।