মুজিবনগর কমপ্লেক্স এলাকায় পানি শোধনাগার উদ্বোধন

মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স এলাকায় আর্সেনিক মুক্ত নিরাপদ পানি সরবরাহের লক্ষে পানি শোধনাগারের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কমপ্লেক্স চত্বরে এর উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল।
মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়ুব হোসেন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক।
ঘণ্টায় ২০ হাজার লিটার পানিশোধন ক্ষমতা সম্পন্ন এই প্লান্ট এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর মাধ্যমে কমপ্লেক্স এলাকা ছাড়াও আশপাশের ৯ কিলোমিটার এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপদ পানি সরবরাহ করা হবে বলে জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বশির আহম্মেদ।