ঠাকুরগাঁওয়ে এক দড়িতে প্রেমিক যুগলের ‘আত্মহত্যা’

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর গ্রামে বুধবার রাতে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
কাশীপুর ইউনিয়নের জগদল কবরস্থানগামী কাঁচা রাস্তার মাঝখানে আমগাছে এক দড়িতে ঝুলে আত্মহত্যা করেন তারা।
প্রেমিক যুগল হলেন বালিয়াডাঙ্গী উপজেলার বেঝুরবাড়ী নয়াপাড়া গ্রামের খইখোয়া পালের ছেলে সুনীল পাল (২৪) ও রাণীশংকৈল উপজেলার কাশীপুর ইউনিয়নের ছয়ভাগিয়া গ্রামের কুণ্ঠ কুমার পালের মেয়ে ইচ্ছা রানী পাল (২১)।
এলাকাবাসী জানায়, ছেলের অভিভাবকের আপত্তির কারণে প্রেমিক যুগলের বিয়ে আটকে যায়। তাই সুনীল পাল ও ইচ্ছা রাণী আত্মহত্যার পথ বেছে নেন।
রাণীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম ডন জানান, সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে।