নিজামীর আইনজীবীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর আইনজীবী আসাদ উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন তাঁর স্ত্রী নাহিদ সুলতানা সুইটি। তিনি দাবি করেছেন, পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে আসাদ উদ্দিন নিয়ে তুলে নেওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের একটি বেসরকারি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইনজীবী আসাদ উদ্দিনের স্ত্রী নাহিদ সুলতানা সুইটি। এ সময় সুইটির ভাই মনিরুল ইসলাম মাসুদ, বোন শামীমা নাসরিন বিউটি, ছেলে সানিম উদ্দিন, ভাবী রুপালী খাতুন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সুইটি জানান, গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস বাসযোগে গ্রামের বাড়ি সলঙ্গা থানার নাইমুড়ী যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে বাসটি বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় পৌঁছালে পাঁচ-সাতজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে আসাদ উদ্দিনকে বাস থেকে নামিয়ে নিয়ে যান। এর পর থেকে আসাদ উদ্দিনের আর কোনো খোঁজ মেলেনি। বিভিন্ন থানায় খোঁজ নিয়েও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। এর পর থেকে আসাদ উদ্দিনের ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ আছে। অবিলম্বে আসাদ উদ্দিনকে জনসম্মুখে হাজির করে পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান সুইটি।