নীলফামারীতে মাদকসেবীর কারাদণ্ড

নীলফামারীর সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে লিটন (২৫) নামে এক অটোরিকশাচালককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকা ইফফাত আজ শনিবার দুপুরে এ রায় দেন।
সাজাপ্রাপ্ত লিটন উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর আবাসন প্রকল্পের বাসিন্দা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম জানান, সৈয়দপুর আবাসন প্রকল্প এলাকায় গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গাঁজা সেবনের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ের পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।