আ. লীগের সভায় জাপার সাংসদকে বয়কটের হুমকি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/24/photo-1445694937.jpg)
আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে বয়কটের হুমকি দিয়েছেন নেতারা।
আজ শনিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজি মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে উদ্দেশ্য করে র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী বলেন, তিনি অতীতে আশুগঞ্জ ও সরাইলের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করে শুধু জাতীয় পার্টির নেতাদের নিয়ে টিআর, খাবিখা ও খাবিটা বরাদ্দ দিয়েছেন। ফলে আশুগঞ্জ ও সরাইল উপজেলায় কোনো উন্নয়নের ছোঁয়া গত সাত বছরেও লাগেনি।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, তিনি (জিয়াউল হক মৃধা) যদি নিজ উদ্যোগে এখানকার আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সহযোগিতার হাত না বাড়ান, তবে তাঁকে এ আসনে বয়কট করা হবে। টিআর, খাবিখা ও খাবিটার নামে বরাদ্দ নেওয়া হাজার হাজার টন চালের প্রতিটির কড়ায়-গণ্ডায় হিসাব নেওয়া হবে।
এ সময় আশুগঞ্জ ও সরাইল উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে র আ ম ওবায়দুল মোক্তাদির বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে। সরকার যদি স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করে, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।
সভায় আরো বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী মন্টু, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাসের আহমেদ, আশুগঞ্জ চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরচারতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোর্শেদ মাস্টার প্রমুখ।