সিরাজগঞ্জে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন হোড়গাতী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশ থেকে এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ভোরে মহাসড়কের পাশে একটি বস্তা দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক যুবকের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, যুবককে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে বস্তার ভেতরে ঢুকিয়ে ফেলে রাখা হয়।
ওসি জানান, লাশের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন রয়েছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।