খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঝালকাঠিতে দোয়া

বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ঝালকাঠিতে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় স্থানীয় ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ে জেলা বিএনপি এই দোয়া ও মিলাদের আয়োজন করে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে এ সময় আলোচনা সভায় বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি ও শহর বিএনপির সভাপতি অনাদী দাস।
এ সময় বক্তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন। দ্রুততম সময়ের মধ্যে তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি নেতারা।
বক্তারা অভিযোগ করেন, সরকারের মদদে একটি গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করে এর দোষ বিএনপির ওপর চাপিয়ে দিতে চাইছে। বিদেশি হত্যার অভিযোগে বিএনপি নেতাদের জড়ানো হলে কঠোর কর্মসূচি পালন করার হুমকি দেন বক্তারা। পরে খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।