তাভেলা হত্যা : একজনের জবানবন্দি, তিনজন রিমান্ডে

ইতালির নাগরিক চেসারে তাভেলা হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার তিনজনকে আট দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া আরেকজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জিহাদ আসামিদের হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমান তিনজনের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া আসামি হলেন তামজীদ আহমেদ রুবেল ওরফে শুটার রুবেল। বাকি তিনজন হলেন—মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল ও শাখাওয়াত হোসেন শরীফ। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে গুলশান ও বাড্ডার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তাভেলা হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, এক বড় ভাইয়ের নির্দেশে তাঁরা তাভেলাকে হত্যা করেন।
বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এক বড় ভাইয়ের নির্দেশে এবং টাকার প্রলোভনে তাঁরা এ কাজ করেছেন বলে জানিয়েছেন।
কমিশনার আরো জানান, তাঁদের মধ্যে ভাগ্নে রাসেল ও চাক্কি রাসেল মাদকাসক্ত। তাঁরা চিহ্নিত অপরাধী। এ ছাড়া তাঁরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি। রুবেল ঠান্ডা মাথার খুনি, আর শরীফ ইয়াবা ও অস্ত্র সরবরাহকারী।
এই পুলিশ কর্মকর্তা বলেন, গত ২৮ সেপ্টেম্বর ভাগ্নে রাসেল ও চাক্কি রাসেল বাড্ডা এলাকায় শরীফ নামের এক ব্যক্তির কাছে যান মোটরসাইকেলের জন্য। পরে শরীফের কাছ থেকে মোটরসাইকেল নিয়ে রাতে কাজ সেরে রাতেই আবার মোটরসাইকেল মালিকের কাছে ফিরিয়ে দেন।
আছাদুজ্জামান মিয়া আরো বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা কথিত বড় ভাইয়ের নির্দেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। ওই বড় ভাইকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রাখা হবে। সে সঙ্গে এর পেছনে যদি আরো কেউ সম্পৃক্ত থাকে, তবে তাদেরও খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।’
গত ২৮ সেপ্টেম্বর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন চেসারে তাভেলা। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর রাতে গুলশান থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়। নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিসিও কো-অপারেশনের বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হেলেন সাফ ভ্যান ডাক বিক বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। পরদিন ৩০ সেপ্টেম্বর মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পর সিসিটিভি ফুটেজে তাভেলাকে গুলি করে তিন হত্যাকারীকে মোটরসাইকেলযোগে পালিয়ে যেতে দেখা যায়।
৫০ বছর বয়সী তাভেলা আইসিসিও কো-অপারেশনের ‘প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি’র প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।