বিএনপির ১৯১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার আবেদন

নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৯১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন না করার আবেদন করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ৫ নভেম্বর শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলার মুখ্য বিচারিক হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন। আসামিদের মধ্যে রয়েছেন সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির।
আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, গত ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্দোলনের ঘটনায় ২০১৩ সালের ২৭ নভেম্বর রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তারিকুজ্জামান মিয়া বাদী হয়ে মনিরুজ্জামান মনিরসহ ১৯৪ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করেন। এতে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়। দীর্ঘ প্রায় এক বছর তদন্ত শেষে ২০১৪ সালের ১০ নভেম্বর মনিরকে প্রধান করে ১৯১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
আসামিপক্ষের আইনজীবীর দাবি, এ মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা কেউই ওই ঘটনার সঙ্গে জড়িত নন। এ কারণে অভিযোগপত্রে নাম থাকা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার আবেদন করা হয়। আজ শুনানির সময় বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান মনিরসহ প্রায় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।