সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামির যাবজ্জীবন

রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
আজ বুধবার (১২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ রায় দেন।
একই মামলায় দুই শিশুকে (অপ্রাপ্তবয়স্ক) ১০ বছর করে কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাদেরকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মোহন, সাব্বির ও রাসেল। তবে শিশু আইনে দণ্ডপ্রাপ্তের নাম প্রকাশে বাধা থাকায় তাদের নাম প্রকাশ করা হলো না।
আদালতের সরকারি কৌঁসুলি এরশাদ আলম (জর্জ) এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১৭ জুন আসামিরা ভিকটিমকে কামরাঙ্গীরচর থানাধীন হাসাননগরে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পরে রাজধানীর কামরাঙ্গীরচর থানার পরিদর্শক মোহাম্মদ মোস্তফা আনোয়ার পাঁচজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।