বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে মনিরুল ইসলাম (৩২) নামের বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত মনিরুল বেনাপোল বন্দর থানাধীন পুটখালী ইউনিয়নের বালুণ্ডা গ্রামের মুনসুর আলীর ছেলে।
সকাল ১০টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার পুলিশ পুটখালী সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্ত থেকে মনিরুলের লাশ নিয়ে যায় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহতের ভাই সাইফুল ইসলাম জানান, মনিরুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী আজ ভোরে পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। এ সময় ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল।
২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম বলেন, ‘বিএসএফের কাছ থেকে মনিরুলের নিহত হওয়ার বিষয়টি জানতে পেরেছি। নিহতের লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। বিএসএফের বরাবর হত্যার ঘটনায় প্রতিবাদ জানানো হবে।’ সেই সঙ্গে লাশ দেশে ফিরিয়ে আনার দাবিও জানানো হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।