ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬৫-৭০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃদ্ধার নাম পরিচয় জানা যায়নি। গতকাল সোমবার রাতে জেলার সৈয়দপুর রেলওয়ে স্টেশনের রেললাইন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানা সূত্র জানায়, গতকাল সোমবার রাতে অজ্ঞাতনামা ওই নারী রেলওয়ে স্টেশনের পূর্ব দিকে থেকে এসে রেললাইন অতিক্রম করে স্টেশনের প্লাটফরমের দিকে আসছিলেন। এ সময় খুলনা থেকে সৈয়দপুর অভিমুখী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের প্রবেশ মুখে পৌঁছালে ওই নারী ট্রেনের চাকায় কাটা পড়েন। এতে তাঁর শরীর থেকে দুটি পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাঁর পরনে ছিল সবুজ রঙের চেক শাড়ি। খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।