খেলার সময় গেট ভেঙে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সানবান্দা গ্রামে আজ মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টায় নির্মাণাধীন বাড়ির গেট ভেঙে দুই শিশুর মৃত্যুর পর তাদের মরদেহ হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। ছবি : এনটিভি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন বাড়ির গেট ভেঙে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সানবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো গ্রামের মিলন মিয়ার মেয়ে চাঁদনী (৭) ও আকাল মিয়ার মেয়ে নিশি (৭)। তারা সানবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
গ্রামবাসীর বরাত দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, দুই শিশু বাড়ির কাছে আবদুল আজিজের বাড়ির নির্মাণাধীন গেটের ওপর খেলা করছিল। হঠাৎ করে গেটটি বিকট শব্দে ভেঙে পড়ে। এ সময় শিশু দুটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই নিশি মারা যায়।
গুরুতর অবস্থায় চাঁদনীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায় বলে জানান ওসি। তিনি আরো জানান, বিকেল সাড়ে ৫টায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।