ব্রাহ্মণবাড়িয়ায় আইজিপি কাপ কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/27/photo-1445959266.jpg)
ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা পুলিশের ব্যবস্থাপনায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে 'আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা' (অনূর্ধ্ব-২১) শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় স্থানীয় লোকনাথ ট্যাংকের পাড় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, আমরা সবাই ভুলতে বসেছি যে কাবাডি আমাদের জাতীয় খেলা। তাই হারিয়ে যাওয়া এই খেলা পুনরুজ্জীবিত করতেই এই আয়োজন।
জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মো. শফিকুল ইসলাম।
প্রথম দিনের খেলায় সদর উপজেলা দলের সঙ্গে আখাউড়া উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করে। দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় নবীনগর উপজেলা ও কসবা উপজেলা।
খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. খসরু। তাঁকে সহায়তা করেন আব্দুস সাকির, মো. কাউছার। টুর্নামেন্টে জেলার ৯টি দল অংশ নিচ্ছে।