বিএনপি নেতা কাইয়ুমের নির্দেশেই তাভেলা হত্যাকাণ্ড : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ইটালির নাগরিক চেসারে তাভেলা হত্যাকান্ড ঘটেছে বিএনপি নেতা ও সাবেক কমিশনার আবদুল কাইয়ুমের নির্দেশে।
মঙ্গলবার রাত ১২টার দিকে বেসরকারী টিভি চ্যানেল একাত্তরের একটি অনুষ্ঠানে (একাত্তর জার্নাল) ফোনের মাধ্যমে মন্ত্রী একথা জানান।
urgentPhoto
এর আগে গতকাল সোমবার বিদেশী হত্যকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪জনকে আটক করা হয়। ওই সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, এক বড় ভাইয়ের নির্দেশে তাঁরা তাভেলাকে হত্যা করেন।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক যুগান্তরে গতকাল মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদন উল্লেখ করে বলেন, ‘যে বড় ভাইদের কথা বলা হচ্ছে সে বড় ভাইদের নাম আজ যুগান্তর পত্রিকায় এসেছে।’
দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে ইতালীয় নাগরিক তাভেলা হত্যার জন্য বিএনপি নেতা কাইয়ুমকে ও জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার জন্য বিএনপি নেতা হাবিবুন্নবী সোহেলকে দায়ী করা হয়।
পরে এনটিভির পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী এনটিভিকে জানান, তাভেলা হত্যার ব্যাপারে কাইয়ুমকে সন্দেহ করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুই বিদেশী হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তখন নাম প্রকাশ না করলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যার পরিকল্পনায় আছে রাজনীতিবিদরা।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দুই বিদেশি হত্যার পরিকল্পনা একই জায়গা থেকে এসেছে।