বগুড়া-৬ উপনির্বাচনের প্রচার ও পরিবেশ ভালো : সিইসি

আসন্ন বগুড়া-৬ আসনের উপনির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় সংসদের একটি মাত্র আসনের নির্বাচন হলেও এটিকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচার ও পরিবেশ ভালো রয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক একটি সভায় এ কথা বলেন কে এম নূরুল হুদা।
সিইসি নূরুল হুদা বলেন, ‘আমরা আশা করছি, এখানে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ, এখানে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। এখানে আচরণবিধি মানার প্রবণতা ইতিবাচক। ভোট গ্রহণের যে কর্মকর্তারা রয়েছেন, তাঁরা অতীতের অভিজ্ঞতা থেকে আরো ভালো করবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটার যদি ভোট কেন্দ্রে যান, তাহলে প্রশাসনের ভার অনেকটাই কমে যায়। সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।’ ভোট অবাধ ও সুষ্ঠু করার স্বার্থে প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান জানান সিইসি।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২৪ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘ইভিএমের মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবং সহজ পন্থায় নির্বাচন করা সম্ভব। আমি বিশ্বাস করি, এ সম্পর্কে ভুল ধারণা ভেঙে যাবে। ভবিষ্যতে যেসব নির্বাচন অনুষ্ঠিত হবে, স্থানীয় সরকার ব্যবস্থাপনায় সেখানে যত দূর সম্ভব ইভিএম ব্যবহার করার চেষ্টা আমরা করব। পরে যে জাতীয় নির্বাচন হবে, তারও একটা অবস্থান সৃষ্টি করতে চাই, যাতে সেই নির্বাচনগুলোও ইভিএমের মাধ্যমে হয়।
কে এম নূরুল হুদা বলেন, ‘একসময় বাংলাদেশের সব নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে, তার একটা প্রস্তুতি আমরা নেব। আইনগত কাঠামো হয়েছে, বিধি হয়েছে, এখন চালু করার বিষয়।’
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়নের ১৪১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট তিন লাখ ৫৩ হাজার ৭৭১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. আলমগীর। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।