নলছিটিতে ছয় দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

বেতন-ভাতা ও বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর দেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ ছয় দফা দাবিতে ঝালকাঠির নলছিটি উপজেলায় মানববন্ধন করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বুধবার দুপুর ১২টার দিকে ইউএনওর কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ১৭টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এতে বক্তব্য দেন মানববন্ধন আয়োজক কমিটির সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক হোসেন, কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আওসাফুল ইসলাম রাসেল।
বক্তারা বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে আন্তক্যাডার বৈষম্য নিরসন ও মর্যাদা সমুন্নত রাখতে হবে। বাতিলকৃত সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করতে হবে। সব ক্যাডারকে পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।