আমদানি-রপ্তানি শুরু হলো আখাউড়া স্থলবন্দরে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/10/29/photo-1446102168.jpg)
১০ দিন পর আজ থেকে শুরু হয়েছে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ছবি : এনটিভি
১০ দিন বন্ধ থাকার পর দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম ফের সচল হয়।
শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে গত ১৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, আমদানি-রপ্তানি বন্ধ হলেও ওই সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।
টানা ছুটির পর বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় সকাল থেকেই শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। দুই দেশের পণ্যবাহী ট্রাকগুলো পুরোদমে মালামাল পরিবহন শুরু করে। চালু হওয়ার পর প্রথম দিন বন্দর দিয়ে প্রবেশ করে পাথর, শুঁটকি, প্লাস্টিকসামগ্রীসহ বিভিন্ন জাতের পণ্য।