ঘরে ঢুকে ইতালিপ্রবাসীকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ শহরতলিতে নুরুল আমীন মোল্যা (৪০) নামের এক ইতালিপ্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর স্ত্রী ইরাজী বেগমকেও (৩০) কোপানো হয়।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরতলির ঘোষেরচর গ্রামের হেমাঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমীন ওই এলাকার হাজি নাদের আলীর ছেলে।
নুরুলের স্ত্রী ইরাজী বেগম সাংবাদিকদের বলেন, ‘রাতের খবার খাওয়ার সময় চার মুখোশধারী দুর্বৃত্ত ঘরের মধ্যে ঢুকে তাঁকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। এ সময় ঠেকাতে গেলেও দুর্বৃত্তরা আমাকেও কুপিয়ে আহত করে।’
পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আমীন মোল্যাকে মৃত ঘোষণা করেন।
আহত ইরাজী বেগমকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।