আশুগঞ্জে গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/02/27/photo-1425045031.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের নাটাল মাঠে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টায় কৃষক, শ্রমিক ও পেশাজীবীসহ সাধারণ জনগণের ন্যায্য দাবি ও মৌলিক অধিকার আদায়ের দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন জেলার জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতা-কর্মীরা এই সমাবেশে যোগ দেন। সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সহসভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার (অব.) জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির সহসভাপতি চৌধুরী আশিকুল আলম পটল, যুগ্ম সম্পাদক শাহাজাহান কবির, ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক মো. ইয়াকুব আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, মো. তানসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশের মানুষ যে ভীতিকর অবস্থার মধ্যে আছে এই অবস্থা কোনো গণতান্ত্রিক দেশে চলতে পারে না। তারা দুই দলের কবল থেকেই মুক্ত হতে চান। এ জন্য দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।