কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, দুজন নিহত

কক্সবাজার সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।
আজ শুক্রবার সকাল ৭টার দিকে কক্সবাজারের লিংক রোডের পশ্চিম পাশে উপজেলা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত দুজন হলেন চট্টগ্রামের সাতকানিয়ার মৃদুল দাশের স্ত্রী স্বপ্না দাশ (৪৫) ও মাইক্রোবাসের চালক মিন্টু বড়ুয়া (২২)।
আহত ছয়জন হলেন—কার্তিক দাস (১৫), মৃদুল দাস (৪৮), নাছির উদ্দিন (৩৫), হানিফ (১৮), রিপন (১৭), আবুল কাশেম (২০) ও রিয়াজ উদ্দিন (২৬)। তাঁদের মধ্যে আবুল কাশেম ও রিয়াজ উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় থাকা বাকি চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, সদর উপজেলা গেট এলাকায় চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে নেওয়ার পর স্বপ্না দাশের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মিন্টু বড়ুয়ার মৃত্যু হয়।