ঝিনাইদহে জঙ্গল থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার ওয়াড়িয়া গ্রামের একটি জঙ্গলের ভেতর থেকে মিম (১৩) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মিম ওয়াড়িয়া গ্রামের হতদরিদ্র ইদবার আলীর মেয়ে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় গ্রামে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল শোনার জন্য বাড়ি থেকে বের হয় মিম। রাতে সে বাড়ি ফিরেনি। সারা রাত খোঁজাখুঁজির পরও তার খোঁজ মিলেনি। দুপুরে গ্রামের আলতাফের জমিসংলগ্ন জঙ্গলে মিমের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে মিমকে হত্যা করা হয়েছে। তবে এটি ধর্ষণ কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
ওসি আরো বলেন, মিমের সঙ্গে প্রতিবেশী এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল । প্রাথমিকভাবে তাকে হত্যার জন্য ওই যুবককে দায়ী মনে করা হচ্ছে ।
খোঁজ নিয়ে জানা যায়, মিমের বাবা হতদরিদ্র । বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য নিয়ে মিম স্থানীয় ধোপাবিলা হাই স্কুলে সপ্তম শ্রেণিতে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল।