যশোর বিএনপির ছয় নেতা কারাগারে

যশোর পৌরসভার মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলামসহ জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে যশোরের মুখ্য বিচারিক হাকিম আবু ইব্রাহিম এ আদেশ দেন।
এর আগে আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির এই ছয় নেতা। মারুফুল ছাড়া অন্য নেতারা হলেন জেলা বিএনপির সহসভাপতি রফিকুর রহমান তোতন, যুগ্ম সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত এবং পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা আজিজুল কামাল সুইট।
ওই ছয়জনের পক্ষের আইনজীবী শহীদ ইকবাল বলেন, গত ৫ অক্টোবর পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে। আসামিদের মধ্যে ছয়জন আজ মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
শহীদ ইকবাল আরো বলেন, আসামিদের জামিনের জন্য তাঁরা উচ্চ আদালতে যাবেন।