আমিও বিপদমুক্ত নই : তথ্যমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/01/photo-1446371173.jpg)
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সশস্ত্র জঙ্গিবাদের অতর্কিত যে আক্রমণ হচ্ছে, তা থেকে আমিও বিপদমুক্ত নই।’
দুর্বৃত্তের হামলায় আহত প্রকাশক ও ব্লগারদের দেখতে আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তথ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘খুনিরা যে কৌশলে অতর্কিত আক্রমণ করছে, তা থেকে কেউই নিরাপদ নয়। তবে অতর্কিত আক্রমণের ধারা সরকার নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবে, যেহেতু হত্যাকারীদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’
হাসানুল হক ইনু বলেন, ‘বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে সশস্র জঙ্গিবাদীদের গোপন ও প্রকাশ্য তৎপরতা আছে। সেই তৎপরতা আমরা গত সাড়ে ছয় বছরে আমাদের বিবেচনায় অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি। যে হারে এখানে নাশকতা, অন্তর্ঘাত এবং আমাদের প্রগতিশীল মানুষদের হত্যার ঘটনা ঘটেছে এবং রাষ্ট্রীয় স্থাপনার ওপর যে ধরনের হামলা হয়েছে এবং যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, সেই পুরো বিষয়টি চিন্তা করলে দেখা যাবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত সাড়ে ছয় বছরে চমৎকার কাজ করেছে।’
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘এখনো আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারিনি। যার ফলে দীপন শহীদ হয়েছে। আরো তিনজন আহত অবস্থায় আছে। কদিন আগেও এমন ঘটনা ঘটেছে। সবকিছু মিলে সশস্ত্র গোপন আক্রমণের ঘটনা বা উৎপাত, এখনো অব্যাহত আছে। মনে রাখতে হবে, প্রতিটি ঘটনায় তদন্ত করে সুরাহা করার পথে গিয়েছি এবং এ ব্যাপারে হত্যাকারীদের বা আক্রমণকারীদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এমন কোনো অভিযোগ নেই যে তাদের ছাড় দিয়েছি।’
হাসানুল হক ইনু আরো বলেন, ‘সশস্ত্র জঙ্গি তৎপরতা এতটা ভয়ানক রূপ নিতে পারত না, যদি এর রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না হতো।’
এ সময় মন্ত্রী হেফাজতে ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, শফী হুজুরের বিরুদ্ধে কী কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সবাই জানে। তবে এসব পদক্ষেপের ব্যাপারে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেক সমালোচনা হয়েছে।
আগের হত্যাকাণ্ডের অগ্রগতি প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, একটি গণতান্ত্রিক আবহের মধ্যে হত্যাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হচ্ছে। ব্লগার ও বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে।