জামালপুরে নৌকাডুবিতে ৫ বোনের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নানার বাড়িতে বন্যা দেখতে গিয়ে নৌকাডুবিতে পাঁচ খালাতো বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর নিকলী বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো সরিষাবাড়ীর কালিকাপুর গ্রামের কবিরুল ইসলামের মেয়ে সুবর্ণা আক্তার (১৫) ও ঝুমা আক্তার (৮), পঞ্চাশী গ্রামের রিপন শিকদারের মেয়ে রোদসী আক্তার (১১), পাইশক্কা গ্রামের জবানুর হোসেনের মেয়ে জান্নাতুল জয়া (১০) ও কালিকাপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে অন্তরা (১২)।
সরিষাবাড়ী তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক মহব্বত কবীর জানান, সম্প্রতি বন্যার পানি দেখতে কালিকাপুর গ্রামে নানির বাড়িতে বেড়াতে আসে সুবর্ণা, ঝুমা, রোদসী, জয়া ও অন্তরা। আজ সকালে তারা মোট নয় ভাইবোন গ্রামের নিকলী বিলে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। সে সময় হঠাৎ নৌকাটি উল্টে গেলে পানিতে ডুবে পাঁচজনের মৃত্যু হয়। বাকি চার শিশুকে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হয়।
তাদের লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে মহব্বত কবীর বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। লাশগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।