ডোমারে গাঁজা বিক্রির দায়ে ৬ মাস জেল

গাঁজা বিক্রির দায়ে নীলফামারী ডোমার পৌরসভায় আতিয়ার রহমান বাউ (৪০) নামের এক ব্যক্তিকে আজ সোমবার ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজা পাওয়া আতিয়ারের বাড়ি ডোমার পৌরসভা এলাকার ছোটরাউতা গোডাউনপাড়া মহল্লায়।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবিহা সুলতানা এই সাজা দেন। আজ সোমবার দুপুরে তাঁকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাঁজা বিক্রেতা আতিয়ার রহমান বাউকে গাঁজা বিক্রির সময় ডোমার বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়েছিল। এরপর তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে ছয় মাস সাজা দেন।