দুজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অষ্টম শ্রেণির ছাত্রী তানিয়া হত্যা মামলার দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক কে এম রাসেদুজ্জামান রাজা এ আদেশ দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন আমির হোসেন ও মোহর চান। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন- সফর আলী, নূর আলম ও মনির।
মামলার এজাহারের বরাত দিয়ে সরকারপক্ষের আইনজীবী রকিব উদ্দিন আহমেদ জানান, শিশুটি তানিয়া সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। ১৯৯৯ সালে স্থানীয় বখাটে আমির হোসেন খোকন প্রেমের ফাঁদে ফেলে ওই বছরই ১৩ ডিসেম্বর বিকেলে তাকে শীতলক্ষ্যা নদীর তীরে নিয়ে যায়। সেখানে নিয়ে আমির হোসেন খোকন ও তার চার বন্ধু মোহর চান, সফর আলী, নূর আলম ও মনির শিশু তানিয়ার ওপর পাশবিক নির্যাতন চালায়। তানিয়া রক্তাক্ত ও সংজ্ঞাহীন হয়ে পড়লে গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়।
সরকারপক্ষের এ আইনজীবী আরো জানান,পরদিন লাশ উদ্ধারের পর নিহত তানিয়ার মামা ফারুক মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১৯ জন সাক্ষী ছিল।