লাইন বেঁকে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল ব্যাহত
ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর এলাকায় রেললাইন বাঁকা হয়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও সিলেট পথে চলাচলে বিঘ্ন ঘটছে। এর ফলে আজ শনিবার বেলা সাড়ে ৩টা থেকে ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস।
ভাতশালা স্টেশন মাস্টার মুহিবুর রহমান জানান, প্রচণ্ড রোদের কারণে চিনাইর এলাকায় কিছু রেললাইন বাঁকা হয়ে গেছে। ফলে ডাউন লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে দাবি করেন তিনি।