পুলিশভ্যান থেকে 'পলাতক' আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

যশোরের বেনাপোল উপজেলার পুটখালী সীমান্তে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 'পলাতক' এক আসামি নিহত হয়েছেন। তাঁর নাম ইলিয়াস মৃধা সোহাগ (৩২)। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বেনাপোল পোর্ট থানার তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হয়েছে।
নিহত ইলিয়াসের বাড়ি রাজবাড়ী জেলা সদরের কারচন্দ্রপুর এলাকায়।
urgentPhoto
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, মঙ্গলবার বিকেলে বেনাপোলের সীমান্ত এলাকা থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। এর পর বুধবার বিকেলে তাঁকে নিয়ে একটি পুলিশভ্যান যশোর আদালতের উদ্দেশে রওনা হয়। পথে পুলিশভ্যানটি যশোর-বেনাপোল সড়কের কাগজপুকুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এ সুযোগে ইলিয়াস ভ্যান থেকে পালিয়ে যান।
ওসি জানান, পরে ইলিয়াসকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে রাত দেড়টার দিকে পুটখালী এলাকায় দুটি মোটরসাইকেলকে পুলিশ চ্যালেঞ্জ করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যান ইলিয়াস।
বন্দুকযুদ্ধের সময় আহত উপপরিদর্শক (এসআই) মনির ও দুই কনস্টেবলকে বেনাপোলের ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।