মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী চেংটিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার ইসলাম (২৫) ও আল-আমিন মিয়া (১৭) ওই গ্রামের পূর্বপাড়ার আব্দুল লতিফ মিয়ার ছেলে।
ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মাসুদ বলেন, সকালে চেংটিমারি গ্রামের আনোয়ার ও আল-আমিন দুই ভাই বাড়ির পাশে ভারতীয় সীমান্তঘেঁষা ঝাওলার বিলে মাছ ধরতে যান। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তাঁরা ঘটনাস্থলেই মারা যান।
পরে স্বজনরা দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বজ্রপাতে তাঁদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।