হুমকির মুখে জিডি করলেন অভিজিতের বাবা

অব্যাহত হুমকির মুখে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন নিহত লেখক অভিজিৎ রায়ের বাবা অজয় রায়। আজ শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এই শিক্ষক হুমকির কথা জানিয়ে রমনা থানায় একটি জিডি করেন।
রাত পৌনে ৯টায় সাধারণ ডায়েরি করা হয় বলে জানিয়েছেন অজয় রায়ের ভাইয়ের ছেলে বিষ্ণু রায়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এনটিভি অনলাইনকে জানিয়েছেন, ‘শিক্ষাবিদ অজয় রায়ের বাসার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে শাহবাগ থানা থেকে একটি অনুরোধ এসেছে। এ ছাড়া তিনি হুমকির কথা উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছেন। এরই মধ্যে তাঁর বাসায় আমরা পুলিশ পাঠিয়েছি। এ ছাড়া বাসার আশপাশের এলাকায়ও নজরদারি বাড়ানো হয়েছে।’
এর আগে আজ শনিবার সকালে অজয় রায় জানিয়েছিলেন, তিনি কয়েক বছর ধরেই হুমকি পেয়ে আসছেন। এমনকি অভিজিৎকে হত্যার কিছুক্ষণের মধ্যে সন্দেহভাজন খুনিরাই তাঁকে ফোন করে ঘটনাটি জানায়। এ সময় তাঁরা বলে ইসলামবিরোধী লেখালেখির কারণে অভিজিৎকে খুন করা হয়েছে। এ সময় তারা অজয় রায়কেও হুমকি দেয়, ওই পথ থেকে না ফিরলে তাঁরও একই পরিণতি হবে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুজন দুর্বৃত্ত। পুলিশ তাদের এখনো শনাক্ত করতে পারেনি। যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা। ওই ঘটনায় অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকেও গুরুতর জখম করে দুর্বৃত্তরা।