রাজধানীতে সাত গাড়িতে আগুন

রাজধানীর কয়েকটি স্থানে একটি বেসরকারি টেলিভিশনের গাড়িসহ সাতটি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় পৃথক পৃথক স্থানে এ ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টিতে একটি বাস ও দুটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে রাজধানীর মৌচাকে বেসরকারি টেলিভিশন দেশ টিভির একটি গাড়িসহ তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। একই সময়ে রাজধানীর কাকলী রেলক্রসিং এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করে হরতাল-অবরোধ সমর্থনকারীরা।
পুলিশ সূত্রে জানা যায়, মৌচাকে দেশ টিভির একটি গাড়ি ও দুটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ১০-১২ যুবক দেশ টিভির কার্যালয়ের সামনে উপস্থিত হয়। কিছুক্ষণ পর সুযোগ বুঝে তারা ব্যাগ থেকে পেট্রলবোমা বের করে দেশ টিভির গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর পর আরও দুটি প্রাইভেট কারে আগুন দেয় তারা । এ সময় আতঙ্ক ছড়াতে বেশ কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণও ঘটায় দুর্বৃত্তরা। এর পর ওই যুবকদের একজন একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে ককটেল ছোড়ে। তখন বাসের চালক দ্রুত বাস চালিয়ে চলে যান।