ঝালকাঠিতে যুবলীগকর্মীকে কোপাল দুর্বৃত্তরা

ঝালকাঠির নলছিটি উপজেলায় রুহুল আমিন (৩৩) নামের এক যুবলীগকর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে উপজেলা শহরের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে বাসস্ট্যান্ড থেকে মল্লিকপুর এলাকায় গেলে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত রুহুল আমিনের ওপর হামলা চালায়। এ সময় এলোপাথাড়ি কুপিয়ে তাঁকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, রুহুলের মাথায়, ডান হাতের কব্জিতে, দুই পায়ের হাঁটুতে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।