না.গঞ্জ বিএনপির ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২৫ মার্চ

২০১৩ সালে ৬ মে হেফাজতে ইসলাম ও যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় বিএনপির ৫০ নেতা-কর্মীসহ ৭০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী বছরের ২৫ মার্চ দিন রেখেছেন আদালত। এ মামলায় ১০ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আজ রোববার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনসহ নেতা-কর্মীরা আদালতে হাজির হয়ে এ মামলায় জামিনের আবেদন করেন। উচ্চ আদালতের জামিন বহাল রেখে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির দাবি করেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। হেফাজত ইসলামের নীতি ও মানসিকতার সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাঁকেসহ দলীয় নেতা-কর্মীদের এ মামলায় আসামি করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান দাবি করেন, সরকার বিরোধী দলকে দমন-পীড়নের জন্য এ মামলা করেছে। বিএনপির যাদের আসামি করা হয়েছে ঘটনার সঙ্গে তারা জড়িত ছিল না। এটা একটা মিথ্যা মামলা। আগামীতে প্রহসনের নির্বাচন করার জন্য এসব নেতাদের সাজা দিতে চায় সরকার।
২০১৩ সালে ৬ মে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে সিমরাইল ও সোনারগাঁওয়ের কাঁচপুরে হেফাজত ইসলামের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে দুই সেনা সদস্যসহ ২১ জন নিহত হয়।