ফরিদপুরে ব্যবসায়ী হত্যায় জড়িতদের বিচারের দাবি, মানববন্ধন

ফরিদপুরের ভাঙ্গায় গরু ব্যবসায়ী জহুরুল ইসলাম বেপারী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বালিয়াহাটি গ্রামের নারী, পুরুষ ও শিশুরা। জহুরুল ইসলামের বাড়ি বালিয়াহাটি গ্রামে।
রোববার সকালে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি গ্রামের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেন।
গত বৃহস্পতিবার টাকা বাজিতে লুডু খেলাকে কেন্দ্র করে এলাকার কতিপয় যুবক জহুরুলকে মারধর করে একপর্যায়ে হত্যার হুমকি দেয়। শুক্রবার রাত থেকে নিখোঁজ থাকার পর গত শনিবার সন্ধ্যায় এলাকাবাসী গ্রামের ধানক্ষেত থেকে জহুরুলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।