জামালপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। অভিযানে দুজনের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা গ্রামের মো. রাশেদ আলী ও দেওয়ানগঞ্জ উপজেলার চর গামারিয়া গ্রামের মো. হযরত আলী।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. ফরহাদ আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে রাশেদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থেকে ৫৮০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার মূল্য আনুমানিক এক লাখ ৭৪ হাজার টাকা।
অন্যদিকে এসআই মো. আবু সায়েমের নেতৃত্বে উপজেলার চর গামারিয়া গুচ্ছগ্রামে অভিযান চালানো হয়। এ সময় মো. হযরত আলীকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়, যার মূল্য আনুমানিক ছয় হাজার টাকা।
পরে আটক হওয়া রাশেদ ও হযরত আলীর বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হয়।