রাতে নিখোঁজ, সকালে লাশ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আবুল কালাম (৫০) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের উচ্চগ্রাম বিলপাড়ের ব্রিজপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবুল কালামের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে উচ্চ গ্রামের সুমন মিয়া নামের এক কিশোর তাদের আবাদি জমিতে একটি গলাকাটা লাশ দেখতে পায়। এ সময় তার চিৎকার শুনে গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে লাশটি শনাক্ত করে পুলিশে খবর দেন আবুল কালামের পরিবার ও স্বজনরা।
আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম বলেন, ‘গতকাল সোমবার রাত ৯টার দিকে আমার স্বামী মোবাইল ফোনে কথা বলার পর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আমরা সারা রাত খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাইনি।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে আজ দুপুরে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মাজেদুর রহমান।