ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ সদর উপজেলার সুরোপাড়া গ্রামে বিলে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহতরা সদর হাসপাতালে। ছবি : এনটিভি
ঝিনাইদহ সদর উপজেলার সুরোপাড়া গ্রামে বিলে মাছ ধরা নিয়ে আজ সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ১০ জন। চারটি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহ রায় বলেন, সকালে এক দল শিশু বিলে মাছ ধরছিল। একপর্যায়ে এদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সকাল ১০টার দিকে ওই গ্রামের আজিজ ও আবদুল গনি পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়। এ সময় হামলা চালিয়ে চারটি বাড়ি ভাঙচুর করা হয়।
এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান।