চাঁপাইনবাবগঞ্জে ৪১ জন আটক

ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার পাঁচ উপজেলা থেকে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের তিন নেতাসহ মোট ৪১ জনকে আটক করা হয়েছে।
পুলিশের পৃথক পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে আছেন ভোলাহাট উপজেলা শিবিরের সভাপতি সোহেল রানা।
পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সূত্র জানিয়েছে, আটক হওয়া জামায়াত ও শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা আছে।