সু চিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/10/photo-1447103734.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের জাতীয় নির্বাচনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের বিজয়ে এর চেয়ারপারসন অং সান সু চিকে অভিনন্দন জানিয়েছেন।
সোমবার রাতে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নিরঙ্কুশ বিজয়ে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এ বিজয়ের মধ্য দিয়ে আপনার প্রতি মিয়ানমারের জনগণের ভালোবাসা, শ্রদ্ধা ও আস্থার প্রতিফলন ঘটেছে। আপনার অনুপ্রাণিত নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ সফল হয়েছে।’
শেখ হাসিনা বলেন, মিয়ানমারের জনগণ একটি প্রকৃত পরিবর্তনের সপক্ষে তাদের বলিষ্ঠ রায় ঘোষণা করেছে, যে পরিবর্তনের জন্য তাঁরা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিল।
প্রধানমন্ত্রী বলেন, ‘এ সুযোগে আমরা আমাদের ঐতিহাসিক বন্ধন ও একে অপরের দেশের জনগণের ও সংস্কৃতির বন্ধন পারস্পরিক স্বার্থে জোরদার করতে চাই। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে অংশীদার হতে ইচ্ছুক।’
শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ ও দেশবাসীর পক্ষ থেকে অং সান সু চি এবং মিয়ানমারের বিজয়ী জনগণকেও উষ্ণ অভিনন্দন জানান বলে জানায় বার্তা সংস্থা বাসস।
দেশটিতে গত রোববার অনুষ্ঠিত ভোটের ফল এখনো ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো ভোট গণনা চলছে। তবে দেশের বিভিন্ন স্থান থেকে আসা তথ্যের ভিত্তিতে পরাজয় স্বীকার করে নিয়েছেন সেনাসমর্থিত ক্ষমতাসীন দল ইউএসডিপির (ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিজয়ের উৎসবের জন্য অনেক আগে থেকেই প্রস্তুত হয়ে রয়েছেন সু চির সমর্থকরা। সোমবার সকালে প্রাথমিক ফলাফলে অন্তত ৭০ শতাংশ ভোট পাওয়ার খবরের পর ইয়াঙ্গুনে সু চির দলের প্রধান কার্যালয়ের চারপাশে এখন উৎসবের আমেজ।