মাগুরায় বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে নারী নিহত

মাগুরায় বাসের ধাক্কায় ইজিবাইক উল্টে অঞ্জলি বিশ্বাস (৪৯) নামে এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত অঞ্জলির পুত্রবধূসহ আহত হয়েছেন তিনজন। আজ দুপুর ১টার দিকে মাগুরা-নড়াইল সড়কের বালিয়াডাঙ্গা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অঞ্জলি বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাগনী গ্রামের ফণীভূষণ বিশ্বাসের স্ত্রী।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দুপুরের দিকে মাগুরা-নড়াইল সড়কের বালিয়াডাঙ্গা বটতলা এলাকায় মাগুরাগামী একটি ইজিবাইককে নড়াইল থেকে ছেড়ে আসা একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক যাত্রী অঞ্জলি বিশ্বাস নিহত হন ও আরো তিনজন গুরুতর আহত হন।
আহত তিনদিনের মধ্যে নিহত নারীর ছেলেবউ অর্চনা বিশ্বাস, জাহানারা বেগম ও আলামিন বিশ্বাসকে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে ঘাতক বাসটিকে এখনো আটক করা যায়নি।