বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে মুক্তি পেল অপহৃত পাঁচজন
যৌথ বাহিনীর অভিযানের মুখে বান্দরবানের রুমা উপজেলায় অপহৃত পাঁচ গ্রামবাসীকে মুক্তি দিতে বাধ্য হয়েছে সন্ত্রাসীরা। আজ সোমবার সন্ধ্যায় তাঁদের উদ্ধার করে সেনাবাহিনী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার সদর ইউনিয়নের সামাখাল থেকে অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালায়। যৌথ বাহিনীর অভিযানের মুখে টিকতে না পেরে অপহরণকারীরা পাঁচ গ্রামবাসীকে ছেড়ে দিয়ে পালিয়ে যান। খবর পেয়ে সামাখাল পাহাড়ের অরণ্য থেকে অপহৃতদের উদ্ধার করে সেনাবাহিনী।
মুক্তি পাওয়া গ্রামবাসীরা হলেন বাসিং অং মারমা ( ৩০), হ্লামং মারমা (৪৯), মংগ্যাই মারমা (৫৮), চিংথোয়াই মারমা (৫৪), থোয়াই মারমা (৬২)। উদ্ধারের পর অপহৃতদের রুমা জোনের সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে। অপহৃতদের জিজ্ঞাসাবাদ করছে যৌথবাহিনী।
ঘটনার সত্যতা নিশ্চিত রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, মগ লিবারেশন পার্টির সন্ত্রাসীরা সামাখাল থেকে ওই পাঁচ গ্রামবাসীকে অপহরণ করে। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয় তাঁদের। তাঁরা বর্তমানে রুমা জোনের সেনা হেফাজতে রয়েছেন।