জয়পুরহাটের আক্কেলপুরে দুটি বাসে আগুন

জয়পুরহাটের আক্কেলপুর বাসস্ট্যান্ডে দুটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় আগুনে একটি বাসে ঘুমিয়ে থাকা হেলপার রতন (২৩) আহত হন। তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আক্কেলপুর পেট্রলপাম্পের কাছে দাঁড়ানো দুটি বাসে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়। এতে বাস দুটি আংশিক পুড়ে যায়। ওই সময় ঘুমিয়ে থাকা রতনের এক হাতের কিছু অংশ পুড়ে যায়। তিনি জানান, এ ব্যাপারে বাসমালিকদের পক্ষ থেকে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আবুল কালাম আজাদ আরো বলেন, দুটি বাসে আগুন দেওয়ার পর পাশের আরেকটি বাসে ইট নিক্ষেপ এবং এটির কাঁচ ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বাস শ্রমিকরা ধাওয়া দিলে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি বলেন, রতনকে প্রথমে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর গ্রামে।