শিবচরে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, ছেলে আহত

মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোসলেম মুন্সী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর ছেলে সোহেল।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
মোসলেম মুন্সীর লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আহত সোহেলকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, রাতে তিন-চারজন লোক চুরির উদ্দেশ্যে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় মোসলেম মুন্সী ও সোহেল তাঁদের বাধা দেন। একপর্যায়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মোসলেম মুন্সীর মৃত্যু হয়।
ওসি আরো বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন রাজমিস্ত্রিকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।