যশোরে ৩ দিনের বিশেষ ইজতেমা শুরু

যশোরে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের বিশেষ ইজতেমা। শহরের উপশহর মাঠে ফজরের নামাজের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়।
আয়োজকরা জানিয়েছেন, প্রথম দিনেই জেলার বিভিন্ন স্থান থেকে লাখো মুসল্লি ইজতেমাস্থলে সমবেত হয়েছেন। ইজতেমার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তাঁরা।
ইজতেমা উপলক্ষে যশোর উপশহর মাঠ ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পাঁচ শতাধিক সদস্য ইজতেমার সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। এ ছাড়া পুরো ইজতেমাস্থলে বসানো হয়েছে ৪৫টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। ইজতেমা কর্তৃপক্ষও এক হাজার স্বেচ্ছাসেবকের একটি দল গঠন করেছে, যাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করছেন।
আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। আয়োজকরা জানান, টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লির সংখ্যা বেশি হওয়ায় ৩২ জেলায় আলাদাভাবে ইজতেমা করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী আজ যশোরে ইজতেমা শুরু হয়েছে।